শিক্ষার মান্নোয়নের উপর  গুরুত্বারোপ করে রংপুরে আশার কর্মশালা 

কর্মশালায় আশার শিক্ষা কর্মসূচীর ৩২ জন শিক্ষা সুপারভাইজার অংশ নেন

শিক্ষার মান্নোয়নের উপর  গুরুত্বারোপ করে রংপুরে আশার কর্মশালা 

স্টাফ রিপোর্টার <> রংপুরে ঝরে পড়া রোধসহ শিক্ষার মান্নোয়নের উপর গুরুত্বারোপ করে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার কর্মশালা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে কর্মশালায় আশার শিক্ষা কর্মসূচীর ৩২ জন শিক্ষা সুপারভাইজার অংশ নেন।

আশার রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা রিফাত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, শিক্ষা কর্মসূচীর প্রধান সামিউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর বিভাগের সিনিয়র শিক্ষা কর্মকর্তা আজাদুল হক ও কেন্দ্রীয় কার্যালয়ের টেকনিক্যাল অফিসার প্রান্ত দাস।

কর্মশালায় জানানো হয়, ২০১১ সাল থেকে আশার নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। ২য় শ্রেণির ১২ হাজার ৭১৯টি শিক্ষাকেন্দ্র, ৫ম শ্রেণির ২ হাজার ৮৬৬টি শিক্ষাকেন্দ্র এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণির ৬১ পাঠদান কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রায় ৬ লাখ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা শিক্ষা কর্মসূচি।