৫০ বছর পুরনো বন্ধুর খোঁজে আরেক বন্ধু
১৯৭৮ সালে এসএসসি একসাথে দেন ওই দুই বন্ধু

নিউজডোর ডেস্ক ♦ ৫০ বছরের পুরনো বন্ধুর খোঁজে আরেক বন্ধু। ১৯৭৮ সালে একসাথে এসএসসি দিয়ে দুই বন্ধু ভিন্ন কলেজে ভর্তি হয়। পরে তাদের আর দেখা হয় না। সেই বন্ধুর খোঁজ করে ফেসবুকে হৃদয়ে দিনাজপুর নামে একটি গ্রুপে পোস্ট দিয়েছেন আরেক বন্ধু মো. এনতাজুল ইসলাম। মঙ্গলবার (২ আগস্ট) তিনি এ সংক্রান্ত একটি পোস্ট করে বন্ধুর সন্ধান পেতে সকলের সাহায্য কামনা করেন।
তিনি লিখেন, আসসালামু আলাইকুম। আমি আমার একজন সহপাঠীকে খুজতেছি। আমরা ১৯৭৮ সালে দিঘইন স্কুল থেকে এস এস সি পরিক্ষা দিয়েছিলাম। তার নাম মোঃ আজগর আলী, বাড়ি বিরল থানায়, গ্রামের নাম জানিনা। দিনাজপুর শহর থেকে বিরল যাওয়ার পথে মেইন সড়কের দক্ষিণ দিকে একটি সড়ক ধরে ১ মাইলের মতো যেতে হয়। পাস করে সে ভর্তি হয় আদর্শ কলেজে আর আমি সরকারি কলেজে। সেই সময় সে অনবরত ইংরেজিতে কথা বলতো। ১৯৮০ সালের পরে আর দেখা হয় নাই। খুবই মনে পড়ে। জীবিকার অন্বেষনে আমি এখন ঢাকায়। জানিনা সে কোথায়। তাকে কি খুজে পাবো!