খালেদা জিয়ার উপদেষ্টাসহ ২ বিএনপি নেতা বহিষ্কার

নিউজডোর ডেস্ক ♦ বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৈয়দ এ কে একরামুজ্জামান ও শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সৈয়দ এ কে একরামুজ্জামান। সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ ছাড়া বিএনপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর। বর্তমানে তিনি দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।