রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেডিকেল কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ মাহফুজার রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর একটি হোটেল মিলনায়তনে ডাঃ মাহফুজার রহমান বলেন, কতিপয় চিকিৎসক ও বহিরাগতরা আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সমাবেশ করেছে। তারা অভিযোগ তুলেছে, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদের ময়না তদন্তের প্রতিবেদন পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করেছি। কিন্তু ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক তার বক্তব্যে সেই সময় বলেছিলেন তিনি প্রশাসনের সহযোগিতায় শত চাপ উপেক্ষা করে সঠিক প্রতিবেদন দিয়েছেন। আন্দোলনকারীরা আমাকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করেছে। অথচ জুলাই মাসে দেশের উত্তপ্ত পরিস্থিতির সময় আওয়ামী লীগ সরকার তাদের বিরোধী পক্ষ হিসেবে আমাকে দিনাজপুর মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে বদলী করে। পরে ৫ আগস্টের পর অন্তর্বতীকালীন সরকার আমার মেধা, যোগ্যতা ও কর্মকান্ড বিবেচনায় এনে অধ্যক্ষ পদে পদায়ন করেছে।
তিনি বলেন, একটি রাজনৈতিক পক্ষ চাইছে তাদের লোক অধ্যক্ষ হোক। তারা সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেরে স্বার্থ বাস্তবায়নে শিক্ষক, কর্মচারী, ছাত্রদের ভয়-ভীতি দেখিয়ে আন্দোলনে যুক্ত করেছে। অনেক প্রাইভেট মেডিকেলের শিক্ষার্থীকে নিয়ে এসে মিছিল করানো হচ্ছে।