রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কমিটির বিরুদ্ধে  অনাস্থা প্রস্তাব 

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কমিটির বিরুদ্ধে  অনাস্থা প্রস্তাব 

স্টাফ রিপোর্টার ♦ রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কার্যকরী কমিটির বিরুদ্ধে অনাস্থা নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সাধারণ শ্রমিকদের ব্যানারে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনাল কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মটর শ্রমিক মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা তাজুল ইসলাম হারুন চৌধুরী, মশিয়ার রহমান, রুহুল আমিন, ফজলু মিয়া, শহিদুল ইসলাম, শাহীন মিয়াসহ অন্যরা। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগ সরকার পতনের পর রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা এমএ মজিদসহ বেশিরভাগ পদে থাকা নেতারা আত্মগোপনে চলে গেছেন। এতে করে সমিতিতে অচলাবস্থা দেখা দিয়েছে। ফলে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় সমিতিতে থাকা নেতৃবৃন্দকে আগামী ৭ দিনের মধ্যে পূর্বের কমিটি ভেঙ্গে সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরীর আহ্বান জানানো হয়। অন্যত্থায় সাধারণ শ্রমিকরা তাদের স্বার্থ সুরক্ষায় আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারী দেওয়া হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে।