রংপুর মেডিকেল কলেজে নবনিযুক্ত অধ্যক্ষের বদলীর দাবীতে বিক্ষোভ মিছিল

রংপুর মেডিকেল কলেজে নবনিযুক্ত অধ্যক্ষের বদলীর দাবীতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেডিকেল কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমানের বদলীর দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নবনিযুক্ত অধ্যক্ষকে বদলী করা না হলে সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে আওয়ামী লীগ সরকারের আমলে বৈষম্যের শিকার উল্লেখ করে অধ্যক্ষ ডাঃ মাহফুজার রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন। এনিয়ে রংপুর মেডিকেল কলেজে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নিপীড়ন বিরোধী চিকিৎসক ও ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি কলেজ থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কলেজের গেটের সামনে বক্তব্য রাখেন, মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম মন্ডল, ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ রাজিবুল ইসলাম, মেডিকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসক ডাঃ লিমন পাঠানসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যূত্থানে শেখ হাসিনা পালিয়েছে। তবে তাদের দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে এখনও রয়েছে। আওয়ামী লীগের দোসর, শহীদ আবু সাঈদের ময়না তদন্ত বিকৃত করার চেষ্টাকারী রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমানকে নতুন বাংলাদেশে উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। অথচ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন। অবিলম্বে ডাঃ মাহফুজার রহমানকে বদলী করা না হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়াসহ সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।